আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা নামকস্থানে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উত্তরবঙ্গগামী ট্রাকের চালককে মৃত ঘোষণা করেন।