চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ১২ জন। আর আহত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। এ সময় দুর্ঘটনা ঘটেছে ৮৪৮টি। নিহতের মধ্যে ১৪৩ জন নারী ও ১৩০ জন শিশু রয়েছে। গতকাল রোড সেফটি ফাউন্ডেশনের দেয়া এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনায় সবচেয়ে বেশি ২৩১ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম মৃত্যু হয়েছে সিলেট বিভাগে ৪২ জনের। একক জেলা হিসেবে চট্টগ্রামে সবচেয়ে বেশি ৪৮ জনের মৃত্যু হয়েছে।
তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহনগুলোর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন মোটরসাইকেল চালক ও আরোহীরা। এই দুই মাসে ৪০৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী মারা গেছেন। তারপর রয়েছে যথাক্রমে বাসযাত্রী, ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরির যাত্রী, মাইক্রোবাস-ব্যক্তিগত গাড়ি-এম্বুলেন্সের যাত্রী, থ্রি-হুইলারের যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-টমটম-চান্দের গাড়ি-ডাম্পার-পাওয়ারটিলার) ও প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী যাত্রীরা।