মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়,
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২ জন। এ সময়ে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। এ নিয়ে বাংলাদেশে মোট ৪৬ জনের মৃত্যু হলো।