কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ডসংখ্যক ১৬১৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত এত রোগী কোনোদিনই আক্রান্ত হননি।এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭৩৮ জনে।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ১৬৮টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৫২টি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ২০৭ জন। নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে।