বিশ্বব্যাপী প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিশ্বের সঙ্গে বাংলাদেশেও এক আতঙ্কও বিরাজ করছে।চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে এখন বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে।
প্রাণঘাতী এ ভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও প্রাণ গেছে পাঁচ জনের। বাংলাদেশে অতি দ্রুত কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে করোনা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জাতীয় প্রস্তুতি ও সাড়া প্রদান পরিকল্পনা নথিতে এমন আশঙ্কা জোরালোভাবে করা হয়েছে।
জাতিসংঘ তথ্যকেন্দ্র জানায়, বাংলাদেশ সরকার, জাতিসংঘ, নাগরিক সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিতে অতি দ্রুততার সঙ্গে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে বাধ্যতামূলক ‘কোয়ারেন্টিন’ ও ‘আইসোলেশন’, এই ভাইরাসটির ঝুঁকির ব্যাপারে ব্যাপকভাবে অবহিত করা, সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিসট্যান্সিং), সামাজিক সুরক্ষা (সোশ্যাল প্রোটেকশন) এবং বিদ্যালয় ও জনসমাগম হয় এমন স্থানগুলো বন্ধ করে দেওয়া। করোনাভাইরাস ছড়িয়ে পড়া কমানোর জন্য বাংলাদেশ সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তার সঙ্গে জাতিসংঘ সম্পূর্ণভাবে একমত ও সহযোগিতা করতে প্রস্তুত।