ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সপ্তাহব্যাপী ভেজালবিরোধী স্পেশাল ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে রোববার (১৩ জানুয়ারি) দুপুরে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত।
তারা কয়েকটি রেস্টুরেন্টের খাবার তৈরির পরিবেশ দেখেন।অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাব রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে সপ্তাহব্যাপী ভেজালবিরোধী অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।শুধু অর্থদণ্ড নয়, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কারাদণ্ড দেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।