প্রায় প্রতিটি সবজির দাম এখন ৮০ টাকার উপরে। এদিকে মাংস–ডিমের দামও বেড়েছে। মাছের মধ্যে যে মাছটির দাম সবথেকে কম ছিল সেই ‘গরিবের মাংস’ খ্যাত পাঙাসের দামও এখন নিম্নবিত্তদের নাগালের বাইরে। বেড়েছে মুরগির ডিমের দাম। হালি ৬০ আর ডজনে বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা শুধু অজুহাত খোঁজেন দাম বাড়ানোর। এতে যে ভোক্তার কষ্ট হয়, সেটি তারা বিবেচনা করেন না।
কিন্তু আয় তো বাড়েনি। বাজার করতে এসে হিমসিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের।