ইংল্যান্ডের ব্লেনহেম প্যালেস থেকে বেমালুম উধাও হয়ে গেল ১৮ ক্যারেট সোনার তৈরি কমোড। যার মূল্য এক মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় সাত কোটি ১৮ লক্ষ ৭৮ হাজার টাকা)। এই কমোডটি প্রদর্শনের জন্য রাখা ছিল। সাধারণ মানুষ যাঁরা সেটি দেখতে যেতেন তাঁরা চাইলে সেটি ব্যবহারও করতে পারতেন। কমোডটির নাম রাখা হয়েছিল ‘আমেরিকা’।
ইংল্যান্ডের অক্সফোর্ডে ব্লেনহেম প্যালেস, যেখানে ব্রিটেনের পূর্বতন প্রধানমন্ত্র্রী উইনস্টন চার্চিল জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই সোনার কমোডটির প্রদর্শনী চলছিল। গত বৃহস্পতিবার এই প্রদর্শনী খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। আর তার দু’দিন মধ্যেই শনিবার চুরি হয়ে গেল কমোডটি।
চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক ৬৬ বছরের বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সোনার কমো়ডটি এখনও উদ্ধার হয়নি। তদন্তকারী এক পুলিশ অফিসার জানিয়েছেন, যেহেতু কমোডটি ব্যবহার করা হত, তাই তাতে জলের ব্যবস্থা করা ছিল। কমোডটি চুরি যাওয়ার ফলে মেঝেটি ক্ষতিগ্রহস্ত হয়েছে। সেই সঙ্গে জলে ভেসে গিয়েছে প্যালেসের মেঝের বেশ কিছুটা অংশ।
উইনস্টন চার্চিল ব্লেনহেম প্যালেসের যে ঘরে জন্মেছিলেন তার উল্টোদিকের একটি ঘরে কাঠের ঘেরাটোপের মধ্যে রাখা ছিল সোনার কমোড আমেরিকা। প্রদর্শনীতে আসাদর্শকরা চাইলে কমোডটি তিন মিনিটের জন্য ব্যবহার করতে পারতেন। শিল্প সমালোচক জনাথন জোন্স বলেছেন, এই কমোড ব্যবহার করার অভিজ্ঞতা অনেকটা পোর্সেলিনে মুত্রত্যাগ করার মতো।
প্রদর্শনির কর্মকর্তারা কমোডটি চুরি না হওয়ার বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তাঁরা পাহারার বন্দোবস্ত করেননি। এক কর্মকর্তা জানিয়েছেন, কমোডটি জলের পাইপলাইনের সঙ্গে যুক্ত ছিল। ফলে চুরি হবে না ভেবেছিলেন তাঁরা। যে হেতু কমোডটি ব্যবহৃত, তাই সেটি হাতে করে খুলে নিয়ে যাওয়া অস্বস্তিকর। ফলে তাঁরা ধরেই নিয়েছিলেন কেউ এটি চুরি করে নিয়ে যাবেন না।
Blenheim Palace closed after '£1m 18-carat solid gold toilet stolen overnight' https://t.co/y2XyIBJjjZ pic.twitter.com/CUE2cRZZB3
— Daily Mirror (@DailyMirror) September 14, 2019
সোনার কমোড আমেরিকা চুরির পরই শনিবার প্রদর্শনী পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু দর্শকদের কথা ভেবে রবিবার থেকে বাকি প্রদর্শনীচালু রাখা হয়েছে।
সূত্র: আনন্দ বাজার