ইসরাইলের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারে পোস্টার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ছবি স্থান পেয়েছে।
ইসরাইলে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সাধারণ নির্বাচন শুরু হবে। তাই এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনে প্রচারণা কর্যক্রম। দেয়ালে দেয়ালা টাঙানো হচ্ছে পোস্টার। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার পোস্টার বয় হিসেবে দেখা গেল ইসরাইলের নির্বাচনী পোস্টারে। সেখানে বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে মোদির ছবি। ইসরাইলি সাংবাদিক জেরুজালেমের একটি বিল্ডিংয়ে দেওয়া এই পোস্টারের ছবি টুইট করেন, যেখানে দেখা যাচ্ছে ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নরেন্দ্র মোদির হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন।
এই বিল্ডিংয়ের অন্যদিকে আরো একটি পোস্টারে নেতানিয়াহুর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেছে। সেখানে ক্যাপশন দেওয়া, নেতানিয়াহুর নির্বাচনী বিজ্ঞাপন: পুতিন, ট্রাম্প এবং মোদি।নেতানিয়াহু ইসরাইলের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রিত্বের পদে রয়েছেন। তবে চলতি বছরে মে মাসে তাকে নির্বাচনে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ইসরাইলে ফের নির্বাচন হতে চলেছে এবং সেখানে নেতানিয়াহুকে ফের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে ভারত এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের। অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও তাদের সম্পর্ক দৃঢ়। নরেন্দ্র মোদি চলতি বছরে ফের প্রধানমন্ত্রী হওয়ার পর সবার আগে তাকে অভিনন্দন জানান নেতানিয়াহু।