গতকাল বৃহস্পতিবার টাটা সংস্থার যাত্রীবাহী গাড়ি বিভাগের প্রেসিডেন্ট মায়াঙ্ক পারিখ এ ঘোষণা দেন।মায়াঙ্ক পারিখ বলেন, ‘গুজরাটের সানন্দে আমাদের ন্যানো গাড়ির উৎপাদন হয়। ২০২০ থেকে দেশে নতুন জ্বালানি বিধি বিএস-সিক্স চালু হলে টাটা আর বর্তমানের ন্যানো গাড়িকে বিএস-সিক্স মানকে উন্নীত করবে না। ফলে ২০২০ সালের এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ন্যানোর উৎপাদন ও বিক্রয়।’
ভারতে অনেক কোম্পানি নতুন নতুন মডেলের গাড়ি আনে। ভাটা পড়ে ন্যানো গাড়ি বিক্রিতে। অন্যদিকে টাটা বাড়িয়ে দেয় ন্যানোর দামও। বর্তমানে ন্যানো গাড়ির বিক্রি কমে যাওয়ায় টাটাও উৎপাদন কমিয়ে দিয়েছে। ২০১৮ সালের জুন মাসে একটি মাত্র ন্যানো গাড়ি উৎপাদিত হয়। যেখানে ২০১৭ সালের জুন মাসে উৎপাদিত হয়েছিল ২৭৫টি ন্যানো গাড়ি। আবার ২০১৮ সালের জুন মাসে ভারতের গাড়ির বাজারে মাত্র ৩টি ন্যানো গাড়ি বিক্রি হয়েছে। বিদেশেও কমে গেছে এই গাড়ির চাহিদা। ২০১৮ সালের জুন মাসে বিদেশে কোনো ন্যানো গাড়ি রপ্তানি করেনি টাটা। কিন্তু ২০১৭ সালের জুনে ২৫টি গাড়ি রপ্তানি হয়েছিল।
আর এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার টাটা সংস্থার যাত্রীবাহী গাড়ি বিভাগের প্রেসিডেন্ট মায়াঙ্ক পারিখ জানিয়ে দিয়েছেন, ২০২০ সালের এপ্রিল থেকে ন্যানোর উৎপাদন এবং বিক্রি বন্ধ করে দেবে টাটা।