বৃহস্পতিবার শেষ প্রহরে দেশের উচ্চশিক্ষার প্রধান প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় তার শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পন্ন করেছে।
দিনটি উপলক্ষে ঢাবি শিক্ষার্থীরা বিজয় র্যালি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।আতশবাজি ও গান পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ১৬ দিনব্যাপী এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান।
১৯২১ সালে যাত্রা শুরু করা ঢাবি এ বছরের ১ জুলাই শতবর্ষ পূর্ণ করে। কিন্তু মহামারীর কারণে শতবর্ষ উদযাপন পিছিয়ে যায়।
তবে পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে বিশ্ববিদ্যালয়টি ১ ডিসেম্বর থেকে উদযাপন শুরু করে অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের এই দিনে যাত্রা শুরু এই বিশ্ববিদ্যালয়ের। বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়।
স্বাধীন জাতিসত্তার বিকাশের অন্যতম লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। নেটিজনেরা একে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলেও সম্বোধন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ এবং এর পরবর্তী সব জনআন্দোলন ও সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা।
মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টি’ প্রতিষ্ঠা করা হয়েছে। দেশ ও জাতির সার্বিক কল্যাণে উচ্চশিক্ষার সম্প্রসারণ ও অগ্রগতিতে নিবেদিত এ বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে গবেষণা-কার্যক্রমকে উৎসাহিত করতে অঙ্গীকারবদ্ধ।