Large_Sepnil
রাত ৪:০৩; শনিবার; ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ; বর্ষাকাল; ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ; ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
সর্বশেষ সংবাদ

পাতাল মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন তিনি।

নির্মাণকাজ শেষ হলে ২৫টি পাতালরেল চলবে। একেকটি ট্রেনে আটটি করে কোচ থাকবে। দিনের মূল সময়ে আড়াই থেকে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চলবে।

বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে ২৪ মিনিট। দৈনিক আট লাখ যাত্রী পরিবহন করা যাবে এ পাতালরেলে। অত্যাধুনিক মেশিন দিয়ে নিঃশব্দে কাজ করা হবে।

২০২৬ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার প্রচেষ্টা থাকবে বলে পাতালরেল কর্তৃপক্ষ জানিয়েছে।

উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মাথায় দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজেরও উদ্বোধন করলেন তিনি।

 

 

|| © All Rights Reserved @ "AjkerMail" || Developed by-Dewan IT|| About Us ||Privacy policy || Advertisement|| Contact Us||  Follow US-