পানামা খাল ও সুয়েজ খাল দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে ফ্রিতে যাতায়াতের সুযোগ দিতে হবে। এমনটাই দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দায়িত্ব দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কয়েক মাস ধরেই পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলে আসছেন ট্রাম্প। এবার গুরুত্বপূর্ণ সুয়েজ খালের দিকেও নজর পড়েছে তার। ট্রাম্প তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমেরিকান সামরিক ও বাণিজ্যিক জাহাজকে পানামা ও সুয়েজ খাল দিয়ে বিনা মাশুলে চলাচলের অনুমতি দেওয়া উচিত!’ ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই দুটি রুটের ‘অস্তিত্বই থাকত না’। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘অবিলম্বে বিষয়টি দেখভাল’ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুইনো সরাসরি ট্রাম্পের কথা উল্লেখ না করে বলেন, পানামা খালের টোল ফি নিয়ন্ত্রণ করে স্বায়ত্তশাসিত সংস্থা পানামা খাল কর্তৃপক্ষ।
~Nasim Rusheli
Staff Reporter