করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঢাকা মহানগরীতে মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকান খোলা রাখার সময়সীমা বাড়ালো ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রমজানে মানুষের সুবিধার্থে এখন প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪ টা পর্যন্ত এসব দোকান খোলা রাখা যাবে।
সোমবার দোকান খোলা রাখার নতুন সময় জানায় ডিএমপি। এর ফলে নগরবাসী নির্ধারিত এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি কিনতে পারবেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকার স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপগুলো আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না। সেগুলো প্রয়োজনে ২৪ ঘণ্টাই খোলা রাখা যাবে।