আজ (২৫-০৭-২০১৯) ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী।পরীক্ষার ফল প্রিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং মোবাইল ফোনে এসএমএস করে পাওয়া যাবে।চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী।গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।