প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি হাসপাতালে তার গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার তিনি ৭টি জরুরি ফাইল ছেড়ে দিয়েছেন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক ঢাকায় তার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে গেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক যান। আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।