ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের চলতি ৭২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থানীয় সময় রোববার বিকেল ৪টায় নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্টে বিপুল অভ্যর্থনা জানাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে ও সহযোগী সংগঠন। এজন্যে এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতিও নিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নিউইয়র্কে টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের বলরুমে ৫৫ ফুট দীর্ঘ নৌকার ওপর তৈরি মঞ্চে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপনের সময় বাইরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এসংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্থানীয় সময় শনিবার জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগদানে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে প্রবাসী নাগরিক সংবর্ধনাসহ প্রধানমন্ত্রীর সফর কর্মসূচি অবহিত করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে বিক্ষোভ প্রদর্শনের নামে যদি কেউ অশালীন অসম্মানজনক আচরণ করতে চায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী এসবের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
ড. সিদ্দিকুর রহমান জানান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবিস্মরণীয় গান পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। গান পরিবেশন করবেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর ও শহীদ হাসান। মঞ্চের পেছনের স্ক্রিনে ৬ দফার প্রতীক রাখা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশের উন্নয়নের একটি তথ্য-চিত্র প্রদর্শিত হবে। ‘বিএনপি-জামাতের ধ্বংসযজ্ঞ থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নের্তৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ১৮ থেকে ২০ মিনিটের এ ডক্যুমেন্টারিটি তৈরী হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সার্বিক নির্দেশনায়। অনুষ্ঠানের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের প্রচার ও প্রবাসী বাঙালীদের উদ্বুদ্ধ করে দেশে নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণের একটি আবহ তৈরী করা হবে। যা অন্যান্য বারের তুলনায় এক ভিন্নমাত্রা যোগ করবে।
‘নাগরিক সংবর্ধনা’ সমাবেশে প্রধানমন্ত্রী তনয় ও আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কীনোট স্পীকারের বক্তব্য দেবেন।