৫ ই আগস্ট, ২০২৪ সোমবার।
আজ দুপুর দুইটা নাগাদ ছাত্র ও আম জনতা সেনাবাহিনীর ব্রিফিং এর অপেক্ষায় থাকার পর তার নির্দিষ্ট সময়ে না হওয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে রাজপথে, কারফিউ না মেনে পথে অবস্থান করেছে শিক্ষার্থীসহ দিনমজুর এবং অন্যান্য পেশার মানুষেরা, আইনজীবীরা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সকলের স্লোগান একই পতন চায় স্বৈরাচারী শেখ হাসিনার।
অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন পদত্যাগের পরপরই।
এ যেন এক নিদারুণ রাষ্ট্রসংস্কারের প্রধান ধাপ।