প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান পৌছেছেন।
সোমবার প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান জানান, প্রধান বিচারপতি কানাডা থেকে আজ সোমবার জাপান গেছেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এতদিন প্রধান বিচারপতি কানাডায় অবস্থানরত অসুস্থ মেয়ের কাছে ছিলেন। জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে সেখানে গিয়েছেন তিনি।
টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন সুরেন্দ্র কুমার সিনহা। এ সম্মেলন শেষে তিনি ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
জাপানে প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।
এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।