গতকাল বুধবার দিনভর নগরের বান্দ রোডের একটি হোটেলের মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩০ বছর উদ্যাপন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শওকত আলী। উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।
অনুষ্ঠানে জানানো হয়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তিন দশক ধরে দেশের প্রায় ৪০টি জেলায় কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি ১৯৯৪ সালে কমিউনিটিভিত্তিক নানা রকম সেবা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন যাত্রা শুরু করে। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের; বিশেষত কন্যাশিশু ও যুব নারীদের অধিকার প্রতিষ্ঠায়, তাদের শিক্ষা, সুরক্ষা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নিবিড়ভাবে কাজ করছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বরিশাল বিভাগে সিডর–পরবর্তী সময়ে ব্যাপকভাবে কাজ শুরু করে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে কার্যক্রম চালু রেখেছে, তা ক্ষতিগ্রস্তদের চাহিদা পূরণ করে সংকটের জন্য একটি শক্তিশালী পদক্ষেপ প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটি সরকারের সহায়তায় অন্তর্ভুক্তিমূলক মানসম্পন্ন শিক্ষা, যৌন ও প্রজননস্বাস্থ্য ও অধিকার, যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে দক্ষতা এবং সুযোগের মাধ্যমে সারা দেশে মানবিক কর্মসূচিতে মানসম্পন্ন পরিষেবা দিচ্ছে।