ফাইজার জানাচ্ছে, COVID-19 এর চিকিৎসার জন্য তাদের পরীক্ষামূলক পিলটি ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে যে তারা ২,২৫০ জনের ওপর গবেষণা চালিয়ে তবে এই পিলের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করেছেন। COVID-19 এর প্রাথমিক উপসর্গ দেখা দিতেই এই পিল খেয়ে নিলে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কমে যাচ্ছে এবং সেই সঙ্গে মৃত্যু কমেছে প্রায় ৮৯%।
এখানেই শেষ নয়, পৃথক পরীক্ষাগারে করা আরো একটি পরীক্ষা থেকে জানা গেছে যে ফাইজারের এই ওষুধটি ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধেও তার কার্যকারিতা বজায় রেখেছে। ফাইজার অ্যান্টিভাইরাল ড্রাগটি একটি মূল প্রোটিনের মানবসৃষ্ট সংস্করণের বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছে, ওমিক্রন ভেরিয়েন্টটি নিজেকে বংশবিস্তার করতে এই প্রোটিন ব্যবহার করে।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শীঘ্রই Pfizer এর পিল এবং Merck থেকে ওপর একটি পিল-কে অনুমোদন দেবে কিনা সে বিষয়ে এখন প্রতীক্ষার গোনা শুরু করেছেন গবেষকরা। যদি এই পিল ছাড়পত্র পেয়ে যায় তাহলে বিভিন্ন আমেরিকানরা ফার্মেসিতে এই ওষুধ মিলতে পারে।
ফাইজারের ওষুধকে “ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আরেকটি সম্ভাব্য শক্তিশালী হাতিয়ার” বলে অভিহিত করেছেন। মার্কিন সরকার ১০ মিলিয়ন মানুষের চিকিৎসার জন্য Pfizer-এর কাছ থেকে পর্যাপ্ত ওষুধ কিনতে সম্মত হয়েছে।