দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানিয়েছে জেসুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে লাল কার্ড পাওয়ায় কোপা আমেরিকার ফাইনালে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। পেরুর বিপক্ষে সোমবার সেমিফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচটিতেও জেসুস ছিলেন না। তার পরিবর্তে মূল একাদশে ডাক পেয়েছেন উইঙ্গার এভারটন। জেসুসের নিষেধাজ্ঞায় কোনরকম আপিলও করা যাবে না বলে জানিয়েছে কনমেবল। এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ব্রাজিল, তা নেইমারের কথাতেই স্পষ্ট। সতীর্থের ফাইনালে না নামতে পারার সিদ্ধান্তের বিরুদ্ধে কনমেবলকে তীব্র তিরস্কার জানান ব্রাজিলের নাম্বার টেন।
আগামী রোববার রিও’র ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল যখন ফাইনালের দিন গুনছে তখনই ব্রাজিল শিবিরে এলো দুঃসংবাদ।খেলার মান যেমনই হোক, পছন্দের খোলোয়াড় দলে থাকুক আর নাই থাকুক আর ম্যাচ যত কম গুরুত্বপূর্ণই হোক না কেন – আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হওয়া মানেই সেই খেলার আগে ও পরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা-সমালোচনা, কাদা ছোঁড়াছুড়ি আর তর্ক-বিতর্ক। ১৪ বছর পর একটি বড় টুর্নামেন্টের ফাইনালে যখন আর্জেন্টিনা আর ব্রাজিল ।