সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে ৫ আগস্ট বাংলাদেশে ঘটে যায় ছাত্র–জনতার অভ্যুত্থান। সেদিন ৩২ নম্বরের এ বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা । ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর ৩২ নম্বর বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান।
পুড়ে যাওয়া বাড়িটির দায়িত্বে থাকা ছাত্ররা জানান, আগুন লাগার খবর শুনে তাঁরা এসেছেন যতটা সম্ভব স্মৃতিচিহ্নগুলো রক্ষা করতে। ঘটনার পরদিন কেউ কেউ এসে কিছু বই ফিরিয়ে দিয়ে গেছেন বলে জানান তাঁরা। তাঁরা জানান, নিজেদের তাগিদেই তাঁরা বাড়িটি পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়েছেন।
একই আগুনে পুড়ে গেছে বাড়িটির সঙ্গে আমাদের ইতিহাসের বহু স্মারক।
৫ অগাস্ট ২০২৪