২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ হাজার ৯৩১টি দোকান পুড়ে যায়। এর এক বছর পর আজ শনিবার নতুন বিপণিবিতানের নির্মাণকাজের উদ্বোধন করা হলো।
বঙ্গবাজার, গুলিস্তান, মহানগর ও আদর্শ হকার্স মার্কেট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের জন্য ২ হাজার ৯৬১টি দোকান বরাদ্দ দেওয়া হবে এ বিপণিবিতানে।
ভবনে থাকবে আটটি লিফট; যেগুলোর চারটি যাত্রী ও চারটি পণ্য ওঠানামায় ব্যবহার করা হবে। সহজে যাতায়াতে বাজারের চারপাশে ৭ থেকে ১০ ফুটের চওড়া রাস্তা থাকবে। এ ছাড়া ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেলের জন্য পার্কিংয়ের জায়গা থাকবে।