বরিশালে ত্রাণ না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন কর্মহীন অসহায় দরিদ্র মানুষ। দীর্ঘদিনেও কোনো সরকারি সহায়তা না পেয়ে রাস্তায় নেমে আসে নিম্ন আয়ের কর্মহীন কয়েক শ’ নারী-পুরুষ। বুধবার সকাল ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বিসিক এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অপরদিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, ওই এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় ৭ শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। কিন্তু এই এলাকায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি হওয়ায় সবাইকে একসাথে ত্রাণ দেয়া সম্ভব হয়নি। যারা এখনো পায়নি, তারা রাস্তায় নেমেছে। নতুন করে খাদ্য সহায়তা দেয়ার জন্য তালিকা করা হয়েছে। শীঘ্রই তাদের খাদ্য সহায়তা দেয়ার কথা বলেন তিনি।