কৃষকরা এরইমধ্যে আমনের জমি প্রস্তুত করা শুরু করেছেন। কিন্তু বর্ষণ তেমন না হওয়ায় তাদের ভরসা রাখতে হচ্ছে সেচের ওপর। কৃষিবিদরা বলছেন, এই অবস্থা অব্যাহত থাকলে আমন চাষে প্রভাব পড়বে।
আবহাওয়ার গতি প্রকৃতি অনুযায়ী বর্ষাকাল শুরু হলেও বর্ষা আসলে আসেনি। মৌসুমি বায়ু এবার বেশিরভাগ সময় দুর্বল থাকার কারণেই বৃষ্টিপাত কম হচ্ছে। এক বছর বৃষ্টিপাত বেশি হলে পরের বছর কিছুটা কম হয়। এটাই প্রকৃতির নিয়ম। গত বছর অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় এবার কিছুটা কম হচ্ছে। এমনকি এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বর্ষণ কম হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, সুষ্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এবার মৌসুমি বায়ু বেশিরভাগ সময় দুর্বল অবস্থায় বিরাজ করছে। তাই বর্ষাকাল শুরু হলেও বৃষ্টিপাত এখনো তেমন হচ্ছে না। বৃষ্টিপাত এখনো স্বাভাবিকের চেয়ে কম।