শাড়ি আর নারী, একটি অঙ্গাঙ্গি বিষয়। নারীর সঙ্গে শাড়ি, খুব বেশি জড়িত। মিলিত। বাঙালি নারী বলতে যেনো একজন শাড়ি পরিহিতাকেই আমরা মনের চোখে ইমাজিন করি। সময়ের প্রেক্ষাপটে বাঙালি নারীর বসনে এসেছে নানা সাজ, বিভিন্ন রূপ। তবু শাড়িতেই যেনো সবচে সুন্দর এই দেশের নারী। এখনো সব বাংলাদেশে বেড়ে ওঠা নারী প্রধান পছন্দে রাখেন শাড়িকে, কম পরেন অথবা বেশি পরেন, কিন্তু পছন্দটা শাড়িই।
আমাদের দেশে শাড়িশিল্প বেশ পুরান এবং প্রসিদ্ধ। যুগের সঙ্গে শাড়ির রঙচঙ আর উপাদানেও ঘটেছে বিশেষ পরিবর্তন। প্রস্তুতকরণে আলাদা হিসেব। নকশায়, ডিজাইনে। অনেক আগে আমাদের মুসলিন শাড়ি দারুণ প্রভাব করেছিলো। অবাক করেছিলো বিশ্বকে। একটা সময় মুসলিন শাড়ির চল উঠে গেছে। আমাদের মধ্যে এখন জামদানি-প্রীতি কাজ করে। এর বাইরেও প্রকারান্তরে অনেকরকমের শাড়ি পরে থাকেন আমাদের দমদেশের নারী। বেনারশি, সিল্ক, সুতি শাড়ি। ইত্যাদি।
এখন আর সব নারীই হয়তো অলওয়েজ শাড়ি পরে থাকে না। তবে বিশেষ দিনগুলোতে বাঙালি নারীর পছন্দ থাকে শাড়ি। আজ হয়তো আগের মত সব নারীরাই শাড়ি পরে না। কিন্তু বিশেষ দিনগুলোতে বাঙালি নারীদের অধিকাংশকেই দেখা যাই শাড়িতে। শুধু বিশেষ দিনগুলোতেই নয় বাঙালি নারীর বিয়ে যেন বেনারশি ছাড়া চিন্তাই করা যায় না। এমনকি অনেক কর্পোরেট ক্ষেত্রেও শাড়ি ইদানীং একটি আধুনিক বসন। শাড়িকে কেন্দ্র করে আমাদের আজকের গ্যালারি।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর