চলন্ত বাসের জানলার বাইরে হাত রাখার খেসারত হিসেবে কাটা পড়ল ভারতের দক্ষিণ দিনাজপুরের এক নারীর ডান হাত।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২৪ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী বিশ্বাস নামের বালুরঘাটের স্বাস্থ্য দফতরের এক কর্মী বাসায় ফেরার পথে নালাগোলা-ডিটল রাজ্য সড়কে বাসের জানালা দিয়ে ডান হাত বের করে রেখেছিলেন। এ সময় বেপরোয়াভাবে ছুটে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর ডান হাতের কনুই থেকে নিচের অংশ কেটে পড়ে যায়৷
পরে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বেপরোয়া ভ্যানের চালক পালিয়ে গিয়েছে৷ তল্লাশি শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ।
চিকিৎসকরা জানিয়েছেন, ডান হাতের কনুই থেকে বাকি অংশ কেটে ফেলা হয়ে গিয়েছে।