বিশ্বকাপের আসল লড়াই তো শুরু হবে আজ নকআউট পর্ব থেকেই। প্রত্যেকটি দলের জন্য বিশ্বকাপ এখন খুব সহজ সমীকরণের এক টুর্নামেন্ট- জিতলে পরের রাউন্ড, হারলে বাদ।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার খাদের কিনারা থেকে নকআউট নিশ্চিত করাটাই আবার শেষ ষোলো এবং সামনে থাকা বাকি রাউন্ডগুলোকে জমজমাট করে তুলছে। দুই ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারেন বর্তমান সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম বড় দুই তারকা মেসি ও রোনালদো। ফুটবল দর্শকদের জন্য দুটি ম্যাচই খুলে রেখেছে বেশ কিছু সম্ভাবনার দ্বার। আবার দু’জনের দলই চলে যেতে পারে পরের রাউন্ডে।
যদিও এবার আর্জেনটিনা তেমন ফর্মে নেই, তবুও খেলোয়ার রা প্রান পণ চেষ্টা করে যোবে নিজেদের দলকে এগিয়ে নিয়ে যাবার জন্যে। আর সাথে মেসির জন্মদিনের বিশ্ব কাপ জয়ের সপথ তো আছেই।