আজ রবিবার বিকেলে সোয়া ৩ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়। অপর আরোহীকে অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হলেও এর চালক হেলপার পালিয়ে গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, নগরবাড়ি থেকে বগুড়াগামী টিভিএস পরিবহণের একটি লোকাল বাস ঘটনাস্থলে পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।