দেশে বিদেশি চ্যানেলের সম্প্রচারে ক্লিন ফিড (বিজ্ঞাপনমুক্ত) বাস্তবায়নে সরকার বুধবার থেকে ফের মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী জানান, ক্লিন ফিড আসার পরও যারা তা সম্প্রচার করছে না- মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ছাড়া ক্যাবল অপারেটররা নিয়মনীতি মানছে কি না- তাও খতিয়ে দেখবে মোবাইল কোর্ট,
সোশ্যাল মিডিয়ায় ক্লিন ফিড বাস্তবায়নের পক্ষেই বেশি মানুষ মন্তব্য করেছেন। সাংবাদিক, ব্যবসায়ী সংগঠনগুলোও ক্লিন ফিড বাস্তবায়নের পক্ষে। তবে একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমরা দেশের আইন কার্যকর করেছি দেশের স্বার্থে, সবার স্বার্থে। একটি মহল নানা অজুহাতে আইন কার্যকর করতে দেয়নি।