১৯৫৮ সালে বিশ্বকাপ ফাইনালে সুইডেনের বিরুদ্ধে ফাইনালে জোড়া গোল করেছিলেন পেলে। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। রাশিয়া বিশ্বকাপে সকলের নজর কেড়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। আসরের গ্রুপ পর্বে পেরুর বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের ফাইনালের দিন এমবেপ্পের বয়স ১৯ বছর ২০৭ দিন।
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ ঘরে তুলল ফ্রান্স। শিরোপা-যুদ্ধে দু’দলই নেমেছিল অপরিবর্তিত একাদশ নিয়ে। ফাইনালের আগে নকআউট পর্বে ক্রোয়েশিয়ার তিনটি ম্যাচই গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। কিন্তু কাল শুরুতে ক্রোটদের খেলায় ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি। শুরু থেকে বল দখলে রেখে আক্রমণে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। তবে ভালো কোনো সুযোগ তৈরি হয়নি। ৪ মিনিটের মধ্যে এমবাপ্পে ও মানজুকিচের দুই রেকর্ডের অংশ হওয়া কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়েছিল। কিন্তু টুর্নামেন্টজুড়ে হিসাবি ফুটবল খেলা ফ্রান্স নিজেদের কোনো বিপাকে পড়তে দেয়নি। উল্টো গোল শোধ দিতে মরিয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রতি আক্রমণে উঠে ব্যবধান বাড়ানোর সম্ভাবনা সৃষ্টি করেছিল। গতিময় ফ্রান্সের সঙ্গে আর পেরে ওঠা হয়নি ৯০ মিনিট বেশি খেলে ফাইনালে ওঠা ক্রোয়েশিয়ার।