চিলিকে হারিয়ে টানা সপ্তম জয় ব্রাজিলের ।ব্রাজিলের জয়রথ থামাতে পারেনি চিলি ।প্রথম ছয় ম্যাচের সবগুলো জিতে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ মহাদেশের পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল ব্রাজিল। সান্তিয়াগোয় আজ নিজেদের সপ্তম ম্যাচে চিলির মুখোমুখি হয় তিতের দল। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয়ে বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখলেন নেইমার-কাসেমিরোরা।চিলির মাঠে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে ব্রাজিল। প্রতিপক্ষের বিপক্ষে একের পর এক আক্রমণে যায় সেলেকাওরা। ২৮তম মিনিটে সহজ একটি সুযোগ পেয়েও হাতছাড়া করেন নেইমার। ফাঁকায় আক্রমণে গিয়ে সামনে কেবল গোলরক্ষক থাকলেও তাকে পরাস্ত করতে পারেননি পিএসজির এ ফরোয়ার্ড।ম্যাচের ৬৪ মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন এভারতন রিবেইরো। তখনই জয় একরকম নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। তিতে কোচ হয়ে আসার পর কোনো ম্যাচে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর কখনো হারেনি।শেষ পর্যন্ত এভারতনের গোল পুঁজি করেই জয় তুলে নেয় ব্রাজিল। ৭ ম্যাচের সবগুলো জিতে মোট ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইলেন নেইমার-কাসেমিরোরা। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা, তাদের সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে।