পিএসজি বড় কোনো শিরোপা জিতে গেল নাকি! চ্যাম্পিয়নস লিগ! লিওনেল মেসির ফুটবলজীবনে নতুন ভোর। পিএসজিরও। রাতের আইফেল টাওয়ারে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শো আয়োজন করে এই কিংবদন্তির আগমনের সদর্প ঘোষণা করেছে পিএসজি। প্রেমের শহর প্যারিসে পা রেখে রাস্তায় ভক্তদের সঙ্গে হেঁটেছেনও মেসি। হয়ে গেছে শারীরিক পরীক্ষা আর দুই বছরের চুক্তির আনুষ্ঠানিকতা। চাইলে আরো এক বছর মেয়াদ বাড়ানোর ধারাও আছে তাতে। গতকাল সংবাদ সম্মেলনে মেসিকে পাশে বসিয়ে নতুন যুগ শুরুর ঘোষণা দিয়েছেন ক্লাব মালিক নাসের আল খেলাইফি।মেসি যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন বাইরে ভক্তদের আবেগের বিস্ফোরণ, যা অসম্মান করেননি আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র। দেখা করেছেন তাঁদের সঙ্গে। পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেস নতুন ঘর হওয়ায় ক্লাব সভাপতির সঙ্গে ঘুরেও দেখেছেন সেটা। ৩০ নম্বর জার্সি দেখিয়ে তুলেছেন ছবিও। প্যারিসের এই উন্মাদনা আছড়ে পড়েছে মাদাম তুসো জাদুঘরেও। এত দিন সেখানে ছিল বার্সার জার্সি পরা মেসির মোমের মূর্তি। প্যারিসের বিখ্যাত এই জাদুঘরে মূর্তিটা গতকাল বদলে এখন পিএসজির জার্সিতে।মেসির বিচ্ছেদ ব্যথা অবশ্য টাটকা। তবে প্যারিসে পা রাখার মুহূর্ত থেকে তার উপশমও তিনি খুঁজে পেয়েছেন—এমনটাই বলেছেন সংবাদ সম্মেলনের শুরুতে, ‘বার্সেলোনার সঙ্গে এত দিনের সম্পর্ক ছিঁড়ে বেরিয়ে আসাটা কঠিন ছিল। কিন্তু প্যারিসে পা রাখার প্রথম মুহূর্ত থেকে নিজেকে আবার সুখী মনে হচ্ছে। সবাই আমাকে যেভাবে বরণ করেছে, ক্লাব যেভাবে সব কিছুর ব্যবস্থা করেছে একেবারে শুরু থেকে—চুক্তির খুঁটিনাটি খুব দ্রুত ও সহজভাবে চূড়ান্ত করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এখন শুধু মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’ ফরাসি লিগ শুরু হয়ে গেছে এরই মধ্যে। পিএসজি তাদের প্রথম ম্যাচে জয়ও পেয়েছে ট্রয়েসের বিপক্ষে। আগামী শনিবার তাদের পরের ম্যাচ স্ট্রসবুর্গের বিপক্ষে। মেসির সেদিনই মাঠে নামা হবে কি না, এখনো অবশ্য নিশ্চিত নয়। মেসি জানিয়েছেন তাঁর প্রাক-মৌসুম প্রস্তুতি হয়নি ছুটিতে থাকায়, ম্যাচে নামার আগে সেই প্রস্তুতির সময় তিনি নেবেন। এরপর আরো অবিশ্বাস্য সেই ছবি, নীল-মেরুনের বদলে পিএসজির গাঢ় নীলে আর্জেন্টাইন খুদে জাদুকর মাঠে বল নিয়ে ছুটবেন। ফুটবলের রোমাঞ্চপিয়াসীদের জন্য সেও এক অনন্য দিন। এএফপি, গোলডটকম
