বিয়ের অনুষ্ঠানে বখাটে যুবকের ছুরিকাঘাতে কনের বাবা নিহত হয়েছেন। রাজধানীর মগবাজার এলাকার দিলু রোডে এঘটনা ঘটে। আহত হয়েছেন কনের মা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন তুলা মিয়া (৫০)। তিনি ওই এলাকার একটি বাড়ির মেসের তত্ত্বাবধায়ক ছিলেন। তুলা মিয়ার স্ত্রী ফিরোজা বেগমকে (৩৮) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত লোকজন হামলাকারী যুবক সজীব আহমেদ রকিকে (২৩) আটক করে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে। পুলিশ পাহারায় তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রকি ছুরি নিয়ে বিয়ের আসরে অতর্কিত হামলা চালান। মাদকাসক্ত এই যুবক স্থানীয় একটি গাড়ির গ্যারেজের কর্মী। মাদক মামলায় জেল খেটে সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়েছেন। নিহত তুলা মিয়ার মেয়ে ফাতেমা আক্তার স্বপ্নাকে (বিয়ের কনে) রকি উত্ত্যক্ত করতেন বলে দাবি করছে স্বজনরা। তবে হাসপাতালে চিকিৎসাধীন রকি দাবি করেন, ১০ বছর ধরে তাঁর সঙ্গে স্বপ্নার প্রেমের সম্পর্ক ছিল।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘মগবাজারের দিলু রোড এলাকায় প্রিয়াঙ্কা শুটিং হাউস নামে একটি কমিউনিটি সেন্টারে গতকাল দুপুরে বিয়ের অনুষ্ঠান চলছিল। দেড়টার দিকে রকি সেখানে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে কনের বাবা তুলা মিয়া ও মা ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাঁদের দুজনকে স্থানীয় ইনসাফ বারাকাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তুলা মিয়াকে মৃত ঘোষণা করেন। ফিরোজাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রকিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’ এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি আব্দুর রশিদ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বলেন, ‘রকির বিরুদ্ধে মাদকের মামলা আছে। গ্রেপ্তারের পর সে এক মাস জেলও খাটে। প্রায় দুই মাস আগে সে জেল থেকে বের হয়েছে।’ স্বজনরা জানিয়েছে, নিহত তুলা মিয়ার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। মগবাজার দিলু রোডের প্রিয়াঙ্কা হাউজিংয়ের কাছে একটি টিনশেড বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। ওই বাড়িতে থাকা একটি মেসের তত্ত্বাবধায়ক ছিলেন তুলা মিয়া। এদিকে রকি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আব্দুল আহামেদ বারীর ছেলে। তিনি মগবাজারের বাটার গলিতে একটি বাড়িতে থেকে গাড়ির গ্যারেজে কাজ করতেন।