গত দুই দিন ধরে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও আজ রবিবার সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল সোমবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে। এরপর এ মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুখ বলেন, ‘আগামী সোমবার পর্যন্ত সারা দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি কমলেও আকাশে মেঘ থাকবে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
হিমালয়কন্যা পঞ্চগড়ে প্রতিবছরই শীতের প্রকোপ একটু বেশি থাকে।বগুড়ার ধুনটে কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না। কুয়াশার বৃষ্টি ঝরছে। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। সূর্যের আলোবিহীন দিন আর ঘন কুয়াশার চাদরে ঢাকা রাতে যমুনা নদীতে মাছ শিকারিদের দুর্ভোগ বেড়েছে।