দোরগোড়ায় রাশিয়া বিশ্বকাপ। আগামী ১৪ জুন পর্দা উঠবে ২০১৮ বিশ্বকাপের। বিশ্বকাপে এবার ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ব্রাজিলের। সবার আগে বিশ্বকাপের বাছাইপর্বের বাধা পেরোনো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবার আগে দল ঘোষণা করেও চমকে দিয়েছে ফুটবল দুনিয়াকে। গত সপ্তাহে ঘোষিত ২৩ জনের চূড়ান্ত দলে এবার পাঁচজন স্ট্রাইকার রেখেছেন সেলেসাওদের অভিজ্ঞ কোচ তিতে।
তারা হলেন- ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো , গ্যাব্রিয়েল জেসুস, নেইমার ও টাইসন। তবে তিতের দৃষ্টিতে এই মুহূর্তে ব্রাজিলের প্রধান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সত্য যে গ্যাব্রিয়েল জেসুসের চেয়ে ফিরমিনো বেশ ভালো করেছে। কিন্তু গ্যাব্রিয়েল সেলেসাওদের জার্সিতে খুব ভালো খেলে। তাই এখন সেই আমাদের ৯ নম্বর খেলোয়াড়।’ ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার গ্যাব্রিয়েলকে শুধু দলের প্রধান স্ট্রাইকার হিসেবেই অভিহিত করছেন না তিতে, বিশ্বকাপের আগে খেলা দুটি প্রীতি ম্যাচের অধিনায়ক হিসেবেও জেসুসকে সবার সামনে রাখছেন তিনি। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন দানি আলভেজ। তাই তিতের ভরসা এখন জেসুস। নেতৃত্বের বুদ্ধির পাশাপাশি কৌশলগত দিক থেকেও স্টাইলিস্ট অধিনায়ক চান তিতে।
যে কারণেই আগামী ৩ জুন ক্রোয়েশিয়ার সাথে ম্যাচের আর্মব্যান্ড ২১ বছর বয়সী জেসুসের হাতেই তুলে দিয়েছেন তিতে। ২০১৪ সালে ব্রাজিলের ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে জেসুসের বয়স ছিল মাত্র ১৭ বছর। কিন্তু পরের বছরেই অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যান তিনি। প্রথম ম্যাচে গোল করে নায়কের ভূমিকাতে দেখা যায় তাকে। সেবার দলকে বিশ্বকাপের ফাইনালে তুলতে সামনে থেকেই নেতৃত্ব দেন জেসুস। শুধু তাই নয়, রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বেও গ্যাব্রিয়েল জেসুস ছিলেন অনন্য। ১০ ম্যাচে ছয় গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এবার রাশিয়া বিশ্বকাপেও তাই ব্রাজিলিয়ান সমর্থকদের নজরে থাকছেন গ্যাব্রিয়েল জেসুস।