প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। লাসিথ মালিঙ্গার বিদায়ী ওয়ানডে ম্যাচে লঙ্কানরা জিতেছে ৯১ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে কুসল পেরেরার সেঞ্চুরি শ্রীলঙ্কাকে এনে দেয় ৩১৪ রানের পুঁজি। জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। এই মাঠে ২৮৬ রানের বেশি টপকে আগে জিততে পারেনি কোনো দল। সেই ইতিহাস বদলাতে পারেনি বাংলাদেশও। নিজের শেষ ওয়ানডেতে প্রথম স্পেলে অসাধারণ বোলিং করলেন মালিঙ্গা। ৩৯ রানে ৪ উইকেট হারিয়েই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ।
সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের জুটিতে পরে লড়াই কিছুটা করতে পেরেছিল বাংলাদেশ। তবে জয়ের সম্ভাবনাও সেভাবে জাগাতে পারেনি দল। পরাজয়ের ব্যবধানই কেবল কমেছে। এরপরও হার অনেক বড় ব্যবধানে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার একই স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৪/৯ (ফার্নান্দো ৭, করুনারত্নে ৩৬, কুসল পেরেরা ১১১, কুসল মেন্ডিস ৪৩, ম্যাথিউস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা পেরেরা ২, ধনাঞ্জয়া ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৯-০-৬২-৩, মিরাজ ৯-০-৫৬-১, রুবেল ৯-০-৫৪-১, মোসাদ্দেক ৭-০-৪৫-০, মুস্তাফিজ ১০-০-৭৫-২, সৌম্য ৫-০-১৭-১, মাহমুদউল্লাহ ১-০-৪-০)।
বাংলাদেশ: ৪১.৪ ওভারে ২২৩ (তামিম ০, সৌম্য ১৫, মিঠুন ১০, মুশফিক ৬৭, মাহমুদউল্লাহ ৩, সাব্বির ৬০, মোসাদ্দেক ১২, মিরাজ ২, শফিউল ২, রুবেল ৬*, মুস্তাফিজ ১৮; মালিঙ্গা ৯.৪-২-৩৮-৩, প্রদিপ ৯-১-৫১-৩, থিসারা ৬-০-৩৬-০, কুমারা ৭-০-৪৫-১, ধনাঞ্জয়া ১০-০-৪৯-২)।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার একই স্টেডিয়ামে।