ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ জন। আক্রান্ত হয়েছেন মোট ১৯৬৫ জন।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, আক্রান্তের সংখ্যা এখন ১৯৬৫ জন। অর্থাৎ ১৩১ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। এদিন আরও ৯ জনের মৃত্যুও হয়েছে। ফলে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০। তবে আশার কথা, এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৫১ জন।