রাজধানী ঢাকায় ছিটেফোঁটা হলেও দেশের উত্তরাঞ্চলে এর মাত্রা ছিল বেশ। এর সঙ্গে ঝরছে খানিকটা বৃষ্টি।
গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার বেলা তিনটা পর্যন্ত দেশের ২০টি জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির মাত্রা বেশি ছিল দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার হয়ে দেশের উত্তরাঞ্চলে এসেছে। এর সঙ্গে জলীয়বাষ্পেরও কিছুটা জোগান ছিল। এ কারণে এই বৃষ্টি হয়েছে। এর সঙ্গে কিছুটা বাতাস বয়ে গেছে। এর মধ্যে দিয়ে ঋতু পরিবর্তনের একটি লক্ষণ মিলছে। তবে বৃষ্টির রেশ কমে এলে আবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।