কুমিল্লার লাকসামে মো. রাশেদুল ইসলাম (২৩) নামে এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মাদরাসার শিশুছাত্রীকে যৌন নিপীড়নের তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই শিক্ষক লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুর গ্রামের মো. আবদুল খালেকের ছেলে। তিনি স্থানীয় কোরবান আলী দারুল ফোরকানীয়া নুরানী মাদরাসার সহকারী শিক্ষক। আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃত ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ কুমিল্লার আদালতে পাঠিয়েছে।
এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সালেহপুর কোরবান আলী দারুল ফোরকানীয়া নুরানী মাদরাসায় প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ওই ছাত্রী প্রতিদিনের মতো মঙ্গলবার (৬ অক্টোবর) পড়তে আসে। মাদরাসা ছুটি শেষে সহকারী শিক্ষক মো. রাশেদুল ইসলাম তাকে ডেকে নিয়ে শ্রেণিকক্ষের ভেতর জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন এসে ছাত্রীকে উদ্ধার এবং ওই শিক্ষককে আটক করেন।
এ ঘটনায় কতিপয় স্থানীয় মাতব্বর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। পরে সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।