অমর একুশে বইমেলার পর্দা নামছে। মাসব্যাপী চলা প্রাণের মেলা শেষ হবে আজ বৃহস্পতিবার। এবার মেলায় রেকর্ডসংখ্যক বই প্রকাশিত হয়েছে।পাঠক ও দর্শকের উপস্থিতিও ছিল অন্যবারের চেয়ে বেশি। গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বইমলা, উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার মেলা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি স্টলেই ছিল ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত পাঠকরা।অনেকে বইয়ের তালিকা হাতে নিয়েই কাঙ্খিত বইটির খোঁজ করেছেন। যেন নেভার আগে হঠাৎ জ্বলে উঠল বইমেলা! অথচ কদিন আগেও হাহুতাশ করেছেন প্রকাশকরা। গতকাল যেন সেই দুশ্চিন্তার মেঘ সরে গেল। এবারের বইমেলা শুরু থেকেই জমে ওঠে।
বিশেষ করে উদ্বোধনের দিন থেকে পরপর চারদিন ছুটির দিন থাকায় প্রথম থেকেই ছন্দ ফেরে মেলায়। বসন্তবরণ আর বিশ্ব ভালোবাসা দিবসের পর থেকে পূর্ণতা আসে। বইমেলা এই প্রাণের জোয়ারে ভেসেছে শুরু থেকেই। এরপর একুশে ফেব্রুয়ারির দিনেও এবারে উপচে পড়া ভিড় ছিল। তবে শুরু থেকে প্রাণে প্রাণে ভরে উঠলেও মধ্যগগনে এসে বৃষ্টিতে খানিক বিড়ম্বনা সৃষ্টি হয় মেলায়।