রোববার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) রাজদর্শন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী ঐশীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। ৭ ডিসেম্বর চীনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি।
বরিশাল থেকে বিশ্ব সুন্দরী মঞ্চে যাচ্ছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। স্কুল প্রতিযোগিতায় কখনও বিতার্কিক কখনও পরীক্ষার খাতায় মেধার স্বাক্ষর রেখেছেন মিস্টি হাসির এই মেয়ে। আঁকাআঁকি বা উপস্থাপনায় ভীষণ আগ্রহ তার। সাঁতারেও পারদর্শি। তবে যে কারণে ঐশীকে অনেকে আলাদাভাবে চেনে তাহলো, বাল্যবিবাহ রোধে আগ্রহ। এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করেছেন তিনি। মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে। সেখান থেকেই তিনি আজ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।
এদিকে বিজয়ী সম্পর্কে আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান বলেন, এবারের বিজয়ীকে (ঐশী) নিয়ে আমরা খুব আশাবাদী। আমাদের বিশ্বাস তিনি মিস ওয়ার্ল্ডের সেরা দশে থাকবেন।