মেহেরপুরের মুজিবনগরকে মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্সকে ঢেলে সাজাতে ৪১০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে স্থাপত্য অধিদপ্তর।
স্বাধীনতার ৫১ বছরে মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র, ৫০০ মিটার দৈর্ঘ্যর স্বাধীনতা সড়ক বাস্তবায়ন হয়েছে। যে সড়ক দিয়ে যাত্রী পারাপার ও পণ্য আমদানি-রপ্তানির জন্য গেজেট প্রকাশ করা হয়েছে স্থলবন্দরের।
নতুন প্রস্তাবিত প্রকল্প সম্পন্ন হলে পাল্টে যাবে মুজিবনগরের চিত্র। প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে নতুন করে ৫৬.০৫ একর জমি অধিগ্রহণ করতে হবে। জমি অধিগ্রহণসহ নতুন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ ধরা হয়েছে ৪১০ কোটি টাকা। সম্ভাব্যতা যাচাই শেষ করে প্রকল্পটি একনেকে পাঠানো হয়েছে।
এর আগে ৭২ একর জমি অধিগ্রহণ করে প্রায় তিন শ কোটি টাকা ব্যয়ে বৈদ্যনাথতলায় (মুজিবনগর) নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র।