মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সোবহান, এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন পেছানো হয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে আগামী ২১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। আজহার ও কায়সারের আপিল শুনানি মঙ্গলবারই শুরু হওয়ার কথা ছিল। আর সুবহানের আপিল শুনানির জন্য ১৬ অক্টোবর দিন রাখা ছিল।
২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুবহানকে মৃত্যুদণ্ড দেন। রায়ে সুবহানের বিরুদ্ধে নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ মার্চ আপিল করেন সুবহান। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুবহানকে আটক করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
২০১৪ সালের ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারকে এবং একই বছরের ৩০ ডিসেম্বর জামায়াত নেতা এ টি এম আজহারুলকে মৃত্যুদণ্ডদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে পরের বছরের ১৯ জানুয়ারি আপিল করেন কায়সার। আর ২৮ জানুয়ারি আপিল করেন আজহার।
গত ১৩ আগস্ট আজহার ও কায়সারের করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আপিল বিভাগ ১০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আর ১৬ আগস্ট সুবহানের আপিলের ওপর শুনানির গ্রহন করে পরবর্তী শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য় করেন। এর ধারাবাহিকতায় এ তিনটি আপিল আবেদন আজ আদালতের কার্যতালিকায় ১৫, ১৬ ও ১৭ নম্বরে ছিল।