“তাপস নিঃশ্বাস বায়ে,মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক ”
দেখতে দেখতে আমরা চলে এসেছি নতুন বছরের দোরগোড়ায়। ফেলে এলাম কাঁটায় ভরপুর একটা বছর। বহু মানুষকে হারিয়েছি আমরা! করোনা কেড়েছে প্রিয়জনদেরও! তবুও নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন দেখে আবার নতুন ভাবে বাঁচতে হবে আমাদের। তাই নতুন বছরের আলো গায়ে মাখতে বাইরে বেরোনোর দরকার নেই! ভিড় বাড়িয়ে নতুন বছরের শুরুতেই শেষ করবেন না! তার চেয়ে বরং বাড়িতে বসেই প্রিয়জনের সঙ্গে উদযাপন করুন।
বহু ক্ষোভ , ক্ষত , বঞ্চনার ব্যথা ভুলে আকাঙ্ক্ষার সোনালী পথে উদ্দীপ্ত হতে হবে – এক নতুন দিগন্তের পথে, হাতে হাত মিলিয়ে এক সাথে…… ২০২১ ইং সালের শুভ কামনা রইল। এ বছর জুমা বার দিয়ে শুরু, আর জুমা বার দিয়ে শেষ হবে ইনশআল্লাহ। সকলের জন্য দোয়া করবেন।