উপকরন ঃ পাকা আম- ৩টি, চিনি- ১ কাপ, হুইপড ক্রিম- আধা বাটি
প্রস্তুত প্রনালি ঃ
একটি বাটিতে হুইপড ক্রিম নিয়ে ভালো করে ফেটে নিন। আম ছোট ছোট টুকরা করে কাটুন। আমের টুকরা দিয়ে আবার ফেটান। চিনি দিয়েও ফেটান। যত ভালো করে ফেটাবেন তত ভালো জমবে আইসক্রিম। একটি মুখবন্ধ বাটিতে রেখে দিন ডিপ ফ্রিজে। ৮ ঘণ্টা পর বের করে পরিবেশন করুন।