কাউন্সিল অব ব্রিটিশ মুসলিমস’র (Council of British Muslims) পরিচালনাধীন ‘ভিজিট মাই মসজিদ’ (Visit my mosque) অনুষ্ঠান ও কর্মকাণ্ডের অংশ হিসেবে যুক্তরাজ্যের প্রায় ১৫০টি মসজিদ দেশটির ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ধরনের কর্মতৎপরতার উদ্দেশ্য হলো, ইসলাম সম্পর্কিত গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক সংবাদগুলো ভুল প্রমাণিত করা ও ব্রিটিশ নাগরিকদের কাছে ইসলামের সুস্পষ্ট রূপ উপস্থাপন করা।
কাউন্সিল অব ব্রিটিশ মুসলিমসের কর্মতৎপরতার অংশ হিসেবে যুক্তরাজ্যের ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মসজিদগুলোতে ইসলামের মৌলিক পরিচিতি সংবলিত বিভিন্ন ধরনের পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে। অনুরূপভাবে প্রচুর ধর্মীয় লিফলেটও বিতরণ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন উত্তর লন্ডনের ফেন্সবরিপার্ক শহর মসজিদটি পরিদর্শন করেন।