এক দিনের ব্যবধানে ভারতে চালের দাম প্রতি টনে ৬ থেকে ৮ ডলার কমে গেছে। এক্ষেত্রে প্রতি টন চালের দাম ৩৮০ থেকে ৩৯০ ডলারে দাঁড়িয়েছে।ভারতে এ বছর চালের উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় চালের দাম কমে যায়।
বাংলাদেশে তিন দফা বন্যায় ১০ থেকে ২০ লাখ টন চাল উৎপাদন কমে যায়।এতে গত বছরের আগস্টে প্রতি কেজি চালের দাম ৫০ টাকায় পৌঁছায়।ওই পরিস্থিতিতে ব্যাংকগুলো চাল আমদানির জন্য বিশেষ সুবিধা দেওয়া শুরু করে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে বর্তমানে বাজারে প্রতি কেজি মোটা চাল ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ ধরে স্থির আছে। থাইল্যান্ড ও ভিয়েতনামে চালের দাম এক দিনে স্থির হয়ে গেছে।৪৫ লাখ টন চাল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। এর মধ্যে ৪০ লাখ টনের ঋণপত্র নিষ্পত্তি হয়েছে।