গাবতলীর তুরাগ নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে দুজন শিশু ও একজন নারী। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
ট্রলারডুবির ঘটনায় সকালে আটজন নিখোঁজ বলে জানিয়েছে নৌ পুলিশ। সে সময় ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে তারা জেনেছে সাতজন নিখোঁজ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। এখনো উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।